দাড়ি রাখার উপকারিতা

দাড়ি রাখার উপকারিতা:

১.দাড়ি রাখলে ত্বক নষ্ট হয় না,

২.দাড়ি রাখলে ব্রন ওঠে না,

৩.দাড়ি রাখলে মুখের ত্বক(ক্যান্সার) হয় না,

৪.দাড়ি রাখলে যৌনতা বৃদ্ধি পায়,

৫.দাড়ি রাখলে ১০ নারীকে কন্ট্রোল করা যায়,

৬.দাড়ি রাখলে একজন মেয়ে মনে করে যে তার চরিত্র ভাল।

৭.এক সমিক্ষায় দেখা গেছে দাড়ি ওয়ালা ব্যক্তিকে নারীরা বেশি পছন্দ করে।

৮.দাড়ি রাখলে মানুষ আপনাকে সম্মান করবে,

৯.দাড়ি রাখলে ঠান্ডা ও গরমের টেম্পারেচার দরকার তাপমাত্রা দরকার তা ঠিক থাকে,

১০.আর যদি দৈনিক সেভ করে তাহলে তার যৌন শক্তি কমে যায়, চল্লিশ বছর পর তার যৌন শক্তি একেবারে ০ ভিতরে চলে আসে,

১১.দাড়ি রাখলে চোখের যতি ঠিক থাকে,

১২.দৈনিক দাড়ি সেভ করলে সৌন্দর্য কমে যায়,

১৩.দাড়ি রাখলে দুনিয়ার উপকার হবে,আখিরাতেও উপকার হবে,

১৪.দাড়ি সেভ করার পেছনে একটা মানুৃষ দেড় বছর সময় অপচয় করে,অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হয়,আচ্ছা এই টাকা যদি আমরা সাদকায়ে জারিয়া করি তাহলে,আখিরাতে ফল পাব কি পাব না,

১৫.দাড়ি রাখলে আল্লাহ্ ও রাসুলুল্লাহ খুশি হন,

১৬. দাড়ি রাখার দ্বারা সকল নবীর সাদৃশ্য গ্রহন করা হয়,

১৭.দাড়ি রাখলে নাবীজির শাফা’আত লাভ হবে,

১৮.দাড়ি রাখলে কবরের আযাব মাফ হবে হয়,(নামাজও পরতে হবে)নইলে রবিঠাকুরের দাড়ি রেখে কোন লাভ নেই,

১৯.দাড়িওয়ালার মানুষের প্রতি মানুষের ধারনা ভাল হয় এবং মানুষের দো’আ পায়,

২০.দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য বাড়ে এবং বীরত্বের পরিচয় বহন করে,

২১.ঈমান ঠিক থাকলে নাবীজির সাথে দেখা হবে এবং হাশর নাশর আল্লাহর ওলীদের সাথে হবে,

২২.দাড়ি রাখলে ইসলামের সভ্যতা অন্যতম প্রতিক বহন করে,

২৩.দাড়ি রাখলে মুনকার ও নাকীর এর সওয়াল জওয়াব সহজ হয়,

২৪.লম্বা দাড়ি রাখলে ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া দমন করে,

২৫.দাড়ি রাখলে ঠান্ডা ও গরমের প্রতিক্রিয়া যে টেম্পেচার ওটা ঠিক থাকে,

২৬.দাড়ি রাখলে পাইরিয়ার মত অনেক গুলো রোগ থেকে মুক্তি পাওয়া যায়,

শেয়ার করুন আর সবাইকে জানিয়ে দিন..
ধন্যবাদ….!

#Collected

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}

ISLAM


Get a Free E-Book

Get free islamic ebook.